পিএসসি ও জেএসসি পরীক্ষার ফল ও পুনঃনিরীক্ষণ যেভাবে
২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিএসসি, ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল ৩১ ডিসেম্বর ২০১৫ প্রকাশিত হয়েছে। ফলাফল পাওয়া যাবে ওয়েবসাইট ও এসএমএস-এ। জেএসসি ও জেডিসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন করা যাবে ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত।
ওয়েবসাইটে ফলাফল :
পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিএসসি ও ইবেতদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল পাওয়া যাবে http://dperesult.teletalk.com.bd ওয়েবসাইটে এবং অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল পাওয়া যাবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে।
এসএমএস করে ফলাফল জানার নিয়ম :
প্রাথমিক শিক্ষা সমাপনী ফলাফল :
DPE<space> আপনার উপজেলা/থানার নাম <space>রোল নম্বর<space>পাশের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DPE KAPASIA 34589 2015 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
ইবতেদায়ি শিক্ষা সমাপনী :
EBT<space> আপনার উপজেলা/থানার নাম <space>রোল নম্বর<space>পাশের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: EBT KAPASIA 34589 2015 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
জেএসসি পরীক্ষার ফলাফল :
এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2015 লিখতে হবে।
JSC লিখে স্পেস দিয়ে বাের্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল লিখে আবার স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে।
উদাহরণ : JSC <স্পেস>JES <স্পেস>12345 <স্পেস>2015 লিখে পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে।
জেডিসি পরীক্ষার ফলাফল :
মাদ্রাসা বোর্ডের জেডিসি পরীক্ষার ফলাফল জানতে JDC লিখে স্পেস দিয়ে বাের্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল লিখে আবার স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে।
উদাহরণ : JDC<স্পেস>MAD<স্পেস>12345 <স্পেস>2015 লিখে পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে।
জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ :
জেএসসি ও জেডিসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী আশানুরূপ ফলাফল পায়নি, তারা চাইলে পুনঃনিরীক্ষণ আবেদন করতে পারবে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি ২০১৬ তারিখের মধ্যে।
১ম ধাপ:
মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে-
RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড লিখে পাঠিয়ে দিবেন 16222 নম্বরে।
বিষয় কোড একাধিক হলে কমা দিয়ে বিষয়কোডগুলো লিখবেন, উদাহরণ: 101, 107
২য় ধাপ :
মেসেজ পাঠানোর পর ফিরতি মেসেজে শিক্ষার্থীর নাম, পিন নম্বর এবং কতো টাকা কাটা হবে তা জানাবে। ২য় ধাপে ‘কনফার্ম’ মেসেজ পাঠাতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে-
RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>যোগাযোগের যেকোনো মোবাইল নম্বর টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
এসএমএস-এ অাবেদনের বিস্তারিত নিয়ম ও উদাহরণ দেখতে বিজ্ঞপ্তির নিচের অংশ দেখুন-