পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। এমএলএসএস পদে মোট ৪৫ জন নিয়োগ দেবে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে অনলাইনে (http://bogmc.teletalk.com.bd) আবেদন করতে হবে।
পেট্রোবাংলা নিয়োগ ২০২২
প্রতিষ্ঠান : | বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) |
পদের নাম : | এমএলএসএস |
পদসংখ্যা : | ৪৫টি |
যোগ্যতা : | অষ্টম শ্রেণি পাস |
বয়স : | ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বসয় ৩২ বছর। |
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না
মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, জামালপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, বগুড়া, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, পটুয়াখালী ও হবিগঞ্জ। অন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম
http://bogmc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।
আবেদন ফি
অনলাইনে আবেদন করার পর টেলিটক প্রিপেইড নাম্বার থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২২।
Petrobangla job circular 2022

PetroBangla job circular 2022 pdf download link : http://www.petrobangla.org.bd/sites/default/files/files/petrobangla.portal.gov.bd/notices/fdbbc4da_833d_47e5_bfe8_044fe4a75304/2022-05-30-07-58-42c6b5593c2c4f2a4cde5cf0da81c2de.pdf
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24
আমি আবেদন করতে আগ্রহী
I.m Interest
I am interesting apply