পোষ্ট-গ্র্যাজুয়েটে উচ্চশিক্ষায় থাইল্যান্ডের বৃত্তি


এডু ডেইলি ২৪ প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০১২, ৫:৫৩ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৪ অপরাহ্ন / ১৫
পোষ্ট-গ্র্যাজুয়েটে উচ্চশিক্ষায় থাইল্যান্ডের বৃত্তি

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে থাই সরকার। বৃত্তির জন্য নির্বাচিতরা থাইল্যান্ডের ‘চুলাভর্ন ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট’-এ তিনটি বিষয়ে পোষ্ট-গ্র্যাজুয়েট পর্যায়ে পড়াশোনা করতে পারবে। বিষয়গুলো হলো- অ্যাপ্লায়েড বায়োলজি সায়েন্স, এনভায়রোনমেন্টাল টক্সিকোনলজি, কেমিক্যাল বায়োলজি। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বৃত্তির জন্য আবেদন করতে হলে প্রার্থীর স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ বা সমমান থাকতে হবে। এ ছাড়াও ইংরেজিতে ভাষা দক্ষতার সনদ টোফেল-এ ন্যূনতম ৫২০  কিংবা আইইএলটিএস-এ ৬ স্কোর থাকতে হবে। পৃথক কাগজে ‘পড়াশোনার উদ্দেশ্য’ সম্পর্কে বিস্তারিত লিখে (১০০০ শব্দের মধ্যে) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আগ্রহীদের আগামী ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে আবেদন করতেও বলা হয় বিজ্ঞপ্তিতে। বৃত্তি  সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে শিক্ষা মন্ত্রণালয়- www.moedu.gov.bd । আবেদন প্রক্রিয়াসহ দরকারি আরও তথ্য জানা যাবে চুলাভর্ন ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েটের সাইটে- http://www.cgi.ac.th

Rate this post