প্রথম শ্রেণীতে ভর্তি লটারিতে
সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধনীতে প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতিকে অনুসরনের কথা বলা হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। এ পরিপত্রে উল্লেখ করা হয়, ’প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লাটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে লটারির কার্যক্রম সম্পন্ন করতে হবে।’ নির্ধারিত তারিখের মধ্যে লটারিতে নির্বাচিত কোনো শিক্ষার্থী ভর্তি না হলে, তার আসনে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির করার কথাও বলা হয় এতে। তবে নতুন নিয়ম অনুযায়ী, দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি কার্যকর করা হবে না। লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারেই শিক্ষার্থী বাছাই করতে হবে বলা হয় পরিপত্রে।