চাকরির খবর

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ৪ ধরনের পদে মোট ২২ জন নিয়োগ দেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

পদের নাম, সংখ্যা ও বেতন

  • ১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর – ৫টি পদ।
  • বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা
  • ২. কম্পিউটার অপারেটর – ৪টি পদ।
  • বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা
  • ৩. সহকারী গ্রন্থাগারিক – ১টি পদ।
  • বেতন : ১০,২০০-২৪-৬৮০ টাকা
  • ৪. অফিস সহায়ক – ১২টি পদ।
  • বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের নিয়ম

আবেদন করতে হবে অনলাইনে http://moewoe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ৩০ মার্চ সকাল ১০টা থেকে ২৮ এপ্রিল ২০২২ বিকাল ৫টার মধ্যে।

বয়স

১ এপ্রিল ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান কিংবা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
১ ও ৩ নং ক্রমিকের পদে বিভাগীয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন; বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

নিয়োগ পরীক্ষা

লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.probashi.gov.bd) প্রকাশ করা হবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ pdf ডাউনলোড লিংক : http://www.probashi.gov.bd/sites/default/files/files/probashi.portal.gov.bd/notices/32e7452f_f5da_4eda_bdb5_73c692e28338/Circuller%20of%20Counsellor%20(Labour).pdf

শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।

Rate this post

Related Articles

2 Comments

  1. আমি একজন গরিব ওসহায় ছেলে, দিনে আনি দিনে খাই, অন্যের বাসায়, কাজ করে লেখা পড়ার খরজ চালাই তার পরো ইন্টার পাস করছি,, আমার একাটা চাকরি দরকার যে কোন একটা চাকরি হলে হবে,, আমি যেন আমার বাবা মা, মুখে হাসি আনতে পারি, সার আপনা যদি দোয়া হয় তাহলে একটা ছোট খাটো চাকরি দিয়ে ন,

  2. আমি নিম্নবিত্ত ফ্যামিলির একটি ছেলে আমার অনেক লেখাপড়া করার সামর্থ্য নেই তবুও অনেক কষ্টে এসএসসি পাশ করেছি। আমার জীবন চলার তাগিদে একটা চাকরি অত্যন্ত প্রয়োজন দয়া করে কোন সহৃদয়বান মানুষ আমাকে একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দিলে অত্যন্ত উপকৃত হব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page