প্রাক-প্রাথমিক সহকারি শিক্ষক পদে আবেদন ১৩ ডিসেম্বর থেকে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকে সহকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। ১৩ ডিসেম্বর (শনিবার) থেকে ১২ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৬৬.৫০ টাকা।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় অস্থায়ীভাবে প্রায় ১৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
তিন পার্বত্য জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) ছাড়া সারা দেশের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে এই ওয়েবসাইটে লগইন করে- http://dpe.teletalk.com.bd
বিস্তারিত জানা যাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd)।
নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে এই লিংকে http://dpe.teletalk.com.bd/doc/ad.pdf
উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষ থেকেই দেশের সব সরকারি বিদ্যালয়ে ‘শিশু শ্রেণি’ নামে প্রাক-প্রাথমিক শিক্ষা চালু বাধ্যতামূলক করা হয়।
অনলাইনে আবেদনের নিয়ম :
১। http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন (১৩ ডিসেম্বর ২০১৪ থেকে থেকে ১২ জানুয়ারি ২০১৫-এর মধ্যে)
২। আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর আবেদনকারীতে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে।
৩। ইউজার আইডি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি দিতে পারবেন। পরীক্ষার ফি ১৬৬.৫০ টাকা টেলিটক মোবাইল সংযোগের মাধ্যমে পাঠাতে হবে। লিখিত পরীক্ষার ব্যাপারে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।