প্রাথমিকের ক্লাস টিভিতে সম্প্রচারের সূচি-২০২০
প্রাথমিকের ক্লাস টিভিতে সম্প্রচারের সূচি-২০২০ প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ের ক্লাস সংসদ টিভিতে সম্প্রচার হবে। ৭ থেকে ৯ এপ্রিল এবং ১২ থেকে ১৬ এপ্রিলের পর ২৬ থেকে ৩০ এপ্রিল ২০২০ তারিখের ক্লাস সম্প্রচার সূচি আপাতত প্রকাশিত হয়েছে, পরবর্তী দিনগুলোর সূচি পরে সময়মতো প্রকাশ করা হবে।
* ২৬-৩০ এপ্রিল ক্লাস সম্প্রচারের সময়সূচি : http://www.dpe.gov.bd/sites/default/files/files/dpe.portal.gov.bd/notices/52ed694f_82e6_48f9_a647_12f95d5a6a7c/routine.pdf