প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (লিখিত) ফল আগস্টে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপে অনুষ্ঠিত জেলাগুলোর লিখিত পরীক্ষার ফল আগস্টের মাঝামাঝিতে প্রকাশ হতে পারে। এক সপ্তাহ ব্যবধানে পর্যায়ক্রমে অন্যান্য ধাপের ফলও প্রকাশ হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক ড. এ এফ এম মঞ্জুর কাদির।

তিনি আরো জানান, লিখিত পরীক্ষার ফল প্রকাশ হওয়া জেলাগুলোতে পরবর্তী এক সপ্তাহ পর মৌখিক পরীক্ষা।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বছর ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। ১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। চলতি বছর বছর সে হিসেবে প্রতি আসনে প্রায় ২০০ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।
চলতি বছর (২০১৯) প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন ২০১৯ তারিখে অনুষ্ঠিত হয়।