প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৫৪,৪৮১ জন

আজ (রবিবার) ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তি ফলাফল প্রকাশিত হয়েছে। সারা দেশে মোট ৫৪,৪৮১ জন এবার প্রাথমিক বৃত্তি পেয়েছে।
এর মধ্যে মেধা কোটায় (ট্যালেন্টফুল) বৃত্তি পেয়েছে ২১,৯৮৩ জন। সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৩২,৪৯৮ জন শিক্ষার্থী।
দুপুর ২টা থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) ফলাফল পাওয়া যাচ্ছে।
এবার ঢাকার মনিপুর স্কুল থেকে সবচেয়ে বেশি (১৪৫ জন) শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়।