রুটিন

প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন ২০২২

প্রাথমিকের ক্লাস রুটিন ২০২২ (নতুন) প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ১ম থেকে ৫ম শ্রেণির ক্লাস হবে ২ মার্চ ২০২২ তারিখ থেকে কার্যকর হওয়া এই নতুন সাপ্তাহিক প্রাইমারি রুটিন অনুসারে।

প্রথমিক বিদ্যালয়ের সকালের শিফটের ক্লাস সকাল ৯টা থেকে শুরু হবে। প্রথম ১৫ মিনিট করোনা সচেতনতা বিষয়ে অবহিত করবেন শ্রেণি শিক্ষক। এরপর ৯.১৫টা থেকে পাঠদান শুরু হবে। সকালের শিফটের ক্লাস শেষ হবে বেলা ‌১২টায়।

দুপুরের শিফটের ক্লাস বেলা ১২টা থেকে শুরু হবে। এরপর ১৫ মিনিট করোনা সচেতনতা বিষয়ে অবহিত করবেন শ্রেণি শিক্ষক। এরপর ১২.১৫টা থেকে পাঠদান শুরু হবে। দুপুরের শিফটের ক্লাস চলবে ৪.১৫টা পর্যন্ত।

প্রাথমিকের শ্রেণি পাঠদানের রুটিন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে।

১ম থেকে ৫ম শ্রেণির সাপ্তাহিক ক্লাস রুটিন ২০২২

Primary school class routine 2022 pdf
Primary school class routine 2022 new

>> Primary School Class Routine 2022 (New) PDF Download Link : http://www.dpe.gov.bd/sites/default/files/files/dpe.portal.gov.bd/notices/9e96ee76_5971_49cc_b848_f4ebcf6e32df/%E0%A6%B0%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%202022.pdf

Rate this post

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button