প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২২ pdf

দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২২ প্রকাশ করেছে প্রাথমিক বিদ্যালয় ৭০ দিন বন্ধ থাকবে (এপ্রিল মাসে প্রকাশিত সংশোধিত ছুটির তালিকা অনুসারে)। এর মধ্যে প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি থাকবে ৩ দিন। ছুটির তালিকায় থাকা দিনগুলোতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
জাতীয় ও ধর্মীয় দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি
বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসগুলোতে প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম সহ প্রাথমিক স্কুল বন্ধ থাকবে। এছাড়া প্রাথমিকের কিছু ছুটি একটানা চলবে। যেমন-
পবিত্র রমজান, মে দিবস, শবে কদর, জুমাতুল বিদা ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রাথমিকে ১৭ দিন একটানা ছুটি থাকবে। (সংশোধিত)
এই সব ছুটিজনিত কারণে ২০ এপ্রিল থেকে ১১ মে ২০২২ তারিখ পর্যন্ত মোট সতের দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
গ্রীষ্মকালীন অবকাশ, ঈদুল আযহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ১৬ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। (সংশোধিত)
এসব ছুটিতে ২৮ জুন থেকে ১৬ জুলাই ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
দূর্গাপূজা, ঈদ-ই-মিল্লাদুন্নবী, লক্ষ্মীপূজা. প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৮ দিন প্রাথমিকে ছুটি থাকবে। এসব দিবসের ছুটি চলবে ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
যীশু খ্রিস্টের জন্মদিন ও শীতকালীন অবকাশ হিসাবে ৬ দিন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই ছুটি চলবে ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়োজনে ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষিত ছুটি ঘোষণা করতে পারবেন।
প্রাথমিক বিদ্যালয়ের ৮৫ দিন ছুটির মধ্য থেকে সাপ্তাহিক ছুটি শুক্রবার বাদ দেওয়া হয়েছে। শুক্রবার সহ এই প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে (৮৫দিন+৫২ শুক্রবার) ১৩৭ দিন।
প্রাথমিকের মোট কর্মদিবস হবে (৩৬৫ দিন-১৩৭ দিন) ২২৮ দিন।
ছুটি : প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালে মোট ৭০ দিন (শুক্রবার ছাড়া) ছুটি নির্ধারণ করা হয়েছে।
এক নজরে :
প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি : ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত
- প্রথম সাময়িক পরীক্ষা : ২৫ মে থেকে ২ জুন ২০২২
- দ্বিতীয় সাময়িক পরীক্ষা : ২২ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২২
- প্রাথমিক সমাপনী পরীক্ষা ২০২২ : ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২২-এর মধ্যে
- বার্ষিক পরীক্ষা : ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২২
২০২২ শিক্ষাবর্ষের প্রাথমিক বিদ্যালয়ে ছুটির তালিকা ও বিদ্যালয়ে পাঠদানের সময়সূচি
২০২২ শিক্ষাবর্ষের প্রাথমিক বিদ্যালয়ে সরকারি ছুটির তালিকা ও বিদ্যালয়ে পাঠদানের সময়সূচি :


খুব ভাল ছাএ