প্রাথমিক বিদ্যালয়ের নতুন শপথ বাক্য ২০২৩ [image & video]

শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের নতুন শপথ বাক্য ২০২৩ এখানে তুলে ধরা হলো। ২০২২ সালে প্রণয়ন করা নতুন শপথ বাক্য পাঠ করানোর বিষয়ে দিক-নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। স্কুল-কলেজ, মাদরাসার মতো প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষার্থীদের নতুন শপথ বাক্য পাঠ করতে হবে। এ সিদ্ধান্ত ২০২২ সালের ১৩ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথ পাঠ করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের নতুন শপথ বাক্য পাঠের নিয়ম

সব শিক্ষার্থীদের একত্রে এই শপথ বাক্য পাঠ করানো হবে। শপথ বাক্য এখানে হুবহু দেয়া হলো :

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।’

New oath for primary school students of Bangladesh [ Video ]

প্রাথমিক বিদ্যালয়ের নতুন শপথ বাক্য ২০২৩ video
5/5 - (1 vote)

 সাবস্ক্রাইব

 দরকারি খবরাখবর ও তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যল প্লাটফর্মগুলোতে Follow/Subscribe করুন।

Like/Follow our Facebook page

Subscribe our Instagram channel

Follow our Google news page

Subscribe our Youtube channel

সর্বশেষ আপডেট পেতে Edu Daily 24 এর Facebook পেজ, Google news পেজ ও Youtube চ্যানেল সাবস্ক্রাইব/ফলো করুন। নোটিফিকেশন পেতে APPও ইনস্টল করে রাখতে পারেন।

মন্তব্য করুন

You cannot copy content of this page