প্রাথমিক বিদ্যালয়ে ১ম-৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষা হবে না
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব শ্রেণির পরীক্ষার পরিবর্তে ক্লাস পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে জানা গেছে।
৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন এসব তথ্য জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।