সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা জুন-জুলাইয়ে (২০২১) হতে পারে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি)যেসব কেন্দ্রে ৪১ ও ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এর আগে, ৯ ফেব্রুয়ারি (২০২১) প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেছিলেন, স্কুল খোলার পরই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে এবং পরীক্ষা নেয়া শুরু করা হবে। এর জন্য নেয়া যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
তিনি আরো জানান, ইতোমধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শেষ। পরীক্ষার বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে।
এই নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে নিয়োগ পাবেন ২৫ হাজার ৬৩০ জন। এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৩ লাখ ৫ হাজারেরও বেশি প্রার্থী।