প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : ফল ঘোষণা আজ, পাওয়া যাবে অনলাইনে
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। দুপুর আড়াইটায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করবেন। শিক্ষার্থীরা নিজ-নিজ স্কুল থেকে ফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া মোবাইলের এসএমএস ও ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। অনলাইনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল জানতে ভিজিট করুন www.dpe.gov.bd অথবা, dpe.teletalk.com.bd সাইটে। এসএমএসে ফল জানতে টেলিটক সংযোগ থেকে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন DPE এরপর স্পেস দিয়ে থানা/উপজেলা কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।