প্রাথমিক শিক্ষা সমাপনী : বুধবারের পরীক্ষা শুক্রবার


এডু ডেইলি ২৪ প্রকাশ: নভেম্বর ২৬, ২০১৩, ৪:৩২ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৬ অপরাহ্ন / ১১
প্রাথমিক শিক্ষা সমাপনী : বুধবারের পরীক্ষা শুক্রবার

বুধবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিতব্য প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা পেছানো হয়েছে। এই পরীক্ষা হবে ২৯ নভেম্বর (শুক্রবার) সকাল ৯.৩০টায়। আজ (মঙ্গলবার) সর্বদলীয় সরকারের প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
১৮ দলীয় জোট আজ (মঙ্গলবার) ভোর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ ডাকার পরই সরকার পরীক্ষা পেছানোর এই সিদ্ধান্ত নিলো।
গত ২০ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। সব মিলিয়ে এবারের সমাপনী পরীক্ষায় প্রায় ৩০ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে।

Rate this post