সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
প্রথম সাময়িক-২০১৩
বিষয়- বাংলা
সময়-২.০০ ঘন্টা পূর্ণমানঃ ১০০
[দ্রষ্টব্য : ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]
তখন কেবল সূর্য উঠেছে, পূর্ব দিগন্তে লাল সূর্য। এরকম একটা মুহূর্তে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে এভারেস্টে শীর্ষে উড়িয়ে দিল এক তরুণ। নাম তাঁর মুসা ইব্রাহিম। সেই প্রথম কোনো বাংলাদেশীর এভারেস্ট বিজয়। দিনটা ছিল ২৩ শে মে,২০১০ সাল। সময় ভোর ৫টা ৫৫ মিনিট। ছেলেবেলা থেকেই মুসার স্বপ্ন ছিল দুর্লঙ্ঘনীয় ঐ পাহাড়চূড়োয় ওঠার। মুসার বয়স তখন মাত্র নয় বছর। বাবা- মায়ের সঙ্গে ঠাকুরগাঁয়ে থাকে। একদিন বাবা তাকে ঐ শহরের এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখান থেকে এভারেস্টের কিছুটা অংশ দেখা যায়।
১। ডোমেইন জ্ঞান:[সঠিক উত্তরটি খাতায় লিখ] ১দ্ধ৫ = ৫ ক) মুসার বয়স কত ছিল? (র) ৫ (রর) ৯ (ররর) ৭ (রা) ১১
খ) মুসা বাবা-মায়ের সাথে কোথায় থাকেন?
(র) রংপুর (রর) জামালপুর (ররর) ঠাকুরগাঁ (রা) খুলনা
গ) এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশীর নাম কি?
(র) কানিজ ফাতিমা (রর) মুসা ইব্রাহিম (ররর) তারা শঙ্কর (রা) হাসান হাফিজ
ঘ) একদিন মুসা কোন পাহাড় দেখতে গিয়েছিল?
(র) গারো (রর) আন্দিজ (ররর) হিমালয় (রা) এভারেস্ট
ঙ) নানা ধরনের মানুষের বাস কোথায়? (র) সিলেট (রর) রংপুর (ররর) কক্সবাজার(রা) পার্বত্য চট্টগ্রাম
২। শূন্যস্থান পূরণ কর। ১x৫ = ৫
ক. দিনটা ছিল ২৩ শে ____। খ. নাম তাঁর মুসা ____।
গ. প্রথম কোনো বাংলাদেশীর ____বিজয়। ঘ. পূর্ব ____ লাল সূর্য।
ঙ. ছেলেবেলা থেকেই মুসার স্বপ্ন ছিল ____ঐ পাহাড়চূড়োয় ওঠার।
৩। যুক্তবর্ণ দিয়ে বাক্য গঠন কর। ১x৫ = ৫
স্ট, ক্ত, জ্ব,ঙ্ঘ,স্ব
৪। নিচের প্রশ্নের উত্তর দাও: ৫x২ = ১০
(ক) মুসা ইব্রাহিম সম্পর্কে পাঁচটি শ্রুতিমধুর বাক্য লিখ।
(খ) বাংলাদেশের বিভিন দর্শনীয় স্থানগুলোর নাম লিখ।
৫। [সঠিক উত্তরটি খাতায় লিখ] ১x৫ = ৫
ক) বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কারা?
(র) বাঙালী (রর) চাকমা (ররর) গারো (রা) ত্রিপুরা
খ) পোড়ামাটির ফলকের অন্য নাম কি?
(র) মৃৎশিল্প (রর) টোরাকাটা (ররর) মাটির পা
গ) কবি লৎফর রহমান রিটন কত সালে জন্মগ্রহণ করেন?
(র) ১৯৬১ (রর) ১৯৬২ (ররর) ১৯৬৩ (রা) ১৯৬৪
ঘ) বর্তমানে কোথায় হাতি দেখা যায়?
(র) সিলেট (রর) সুন্দরবন (ররর) বান্দরবান (রা) পার্বত্য চট্টগ্রাম
ঙ) নানা ধরনের মানুষের বাস কোথায়?
(র) সিলেট (রর) রংপুর (ররর) কক্সবাজার (রা) পার্বত্য চট্টগ্রাম
৬। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ৫ দ্ধ২ = ১০
ক. দেশকে কেন ভালবাসতে হবে?
খ. ‘শহিদ ছেলের দান হিসাবে আমরা কি পেয়েছি?
গ. হাতি কোন অঞ্চলে পাওয়া যায়? ঘ.বীর ডুবুরি কি করে?
ঙ. কোন ধরনের বই পড়া উচিৎ নয়?
৭। ‘সংকল্প’ কবিতার মূলভাব লিখ। ৫
৮। শব্দার্থ লিখঃ ৫
অহংকার, নিশিরাত, অনুরাগ,স্বপ্ন, শখ
৯। বানান শুদ্ধ করে খিলঃ ৫
শিন্ধু, সংকাগরিস্ট, ফেবরুয়ারী, শরনে রাখা, মরন-জন্তনা
১০। বিরাম চিহ্ন বসাওঃ ৫
মামা বললেন এটা শখের হাঁড়ি শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয় তাই এর নাম শখের হাঁড়ি তা ছাড়া শখের যে কোন জিনিসই তো সুন্দর
১১। ক্রিয়াপদের চলিতরূপ লিখঃ ৫
ভাবিয়া, আঁকিয়া, মারিয়া, জ্বালাইয়া, পালাইয়া
১২। সমার্থক শব্দ লিখঃ ৫
সংকল্প, বদ্ধ, ইঙ্গিত, বরণ, জগৎ
১৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
যে – বই জ্বালে ভিন্ন আলো
বইয়ের পাতায় প্রদীপ জ্বলে
পাতায় পাতায় গোলাপ ফোটে
সে বই তুমি পড়বে।
বইয়ের পাতা স্বপ্ন বলে।
যে- বই জুড়ে সূর্য ওঠে
ক. কবিতাটির চরণগুলো সাজিয়ে লিখঃ ৬
খ. কবিতাংশটুকু কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? ১
গ. কবিতাটির কবির নাম কি? ১
ঘ. কোন ধরনের বই পড়া উচিৎ কেন?
১৪। মনে কর তোমার নাম শাকিল/রিতা তোমার বার্ষিক পরিক্ষা শেষ নতুন শ্রেণিতে ভর্তি হবার জন্য কিছু টাকা দরকার । তোমার বাবার কাছে টাকা চেয়ে একখানা পত্র লিখ। ৫
১৫। ফরম পূরণ করঃ ৫
১৬। রচনা লিখ ঃ (যেকোন একটি ২০০ শব্দের মধ্যে)
ক. আমাদের এই বাংলাদেশ খ. শখের মৃৎশিল্প গ. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ শেখ
*মডেল প্রশ্নটি প্রকাশ করেছেন মো. মঈনুল ইসলাম
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24