প্রাথমিক সমাপনীতে ৯৫.৫০%, জেএসসিতে ৮৭.৯০% পাস


এডু ডেইলি ২৪ প্রকাশ: ডিসেম্বর ৩১, ২০১৯, ২:৩৪ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন /
প্রাথমিক সমাপনীতে ৯৫.৫০%, জেএসসিতে ৮৭.৯০% পাস

২০১৯ সালের পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনীতে এবার ৯৫.৫০ শতাংশ এবং ইবতেদায়িতে ৯৫.৯৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। প্রাথমিক সমাপনীতে জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন। আর ইবতেদায়ীতে পূর্ণ জিপিএ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে এবার ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত বছর (২০১৮) প্রাথমিক সমাপনীতে ৯৭ দশমিক ৫৯ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৭ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

আজ (৩১ ডিসেম্বর ২০১৯) এই ফলাফল প্রকাশিত হয়েছে। একই সঙ্গে অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসির ফলাফলও প্রকাশিত হয়েছে।

এদিকে, অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় এবার পাস করেছে ৮৭.৯০ শতাংশ শিক্ষার্থী; ৭৮,৪২৯ জন পেয়েছে জিপিএ-৫। গত বছর (২০১৮) জেএসসি ও জেডিসিতে সম্মিলিতভাবে ৮৫.৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

যেভাবে প্রাথমিক / ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জেএসসি / জেডিসি পরীক্ষার ফলাফল জানা যাবে : https://edudaily24.com/18502/

Rate this post