প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষার ফল ২৫-২৭ ডিসেম্বর
২০১৮ সালে অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল আগামী ২৬ বা ২৭ ডিসেম্বর তারিখে প্রকাশিত হতে পারে । এদিকে, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলও ২৫ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৫ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের অনুরোধ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এই ৩ দিনের মধ্যে যেদিনটি অনুমোদন দেওয়া হবে, সেদিনই ফল প্রকাশিত হবে।
গত বছর (২০১৭) একই দিন প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল।
উল্লেখ্য, এ বছর (২০১৮) পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গত ১৮ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। অার অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১ থেকে ১৫ নভেম্বর।