প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর
২০১৯ সালে অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল ৩১ ডিসেম্বর প্রকাশ হবে। আজ (২৪ ডিসেম্বর ২০১৯) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. বদরুল হাসান বাবুল গণমাধ্যমকে সমাপনী পরীক্ষার ফলের তারিখ নিশ্চিত করেন। এদিকে, শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই দিন অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি-জেডিসি ফলাফলও প্রকাশ করা হবে।
চলতি বছর (২০১৯) পঞ্চম ও অষ্টম শ্রেণির এ দুই পাবলিক পরীক্ষায় ৫৫ লাখ শিক্ষার্থী অংশ নেয়।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন এবং জেএসসি-জেডিসিতে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়।