প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যয়নপত্র

এডু ডেইলি ২৪
1 Min Read
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সার্টিফিকেট প্রত্যয়নপত্র ডাউনলোড-২০২০

প্রাথমিক সমাপনী প্রত্যয়নপত্র বা সার্টিফিকেটের নমুনা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক বিদ্যালয়ে ২০২১ সালে পঞ্চম শ্রেণিতে থাকা শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার জন্য বিদ্যালয়গুলো নিজস্ব পদ্ধতিতে মূল্যায়ন করে এই প্রত্যয়ন পত্র প্রদান করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রদত্ত প্রাথমিক সমাপনী প্রত্যায়নপত্র-এর নমুনার কপি ডাউনলোড করে স্কুল কর্তৃপক্ষ ব্যবহার করতে পারবে।

এই প্রত্যয়নপত্র শিক্ষার্থীদের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিতে প্রয়োজন হবে।

করোনার কারণে চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী কিংবা পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা গতানুগতিক পদ্ধতিতে নিতে পারেনি। এর বিকল্প ব্যবস্থা হিসেবে স্কুল কর্তৃক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদেরকে উত্তীর্ণ করার ব্যবস্থা করা হয়েছে।

প্রাইমারি প্রত্যয়ন পত্র pdf

>> প্রাথমিক সমাপনী প্রত্যয়নপত্র বা সার্টিফিকেটের নমুনা ডাউনলোড (clear and blank format) করতে ক্লিক করুন এই লিংকে : https://edudaily24.com/wp-content/uploads/PEC-Primary-certificate-blank-format-pdf.pdf

প্রাথমিক সমাপনী প্রত্যয়নপত্র – প্রাইমারি সার্টিফিকেট নমুনা

প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যয়নপত্র pdf image
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সার্টিফিকেট প্রত্যয়নপত্র ডাউনলোড ২০২১
Rate this post

Share This Article
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a comment

You cannot copy content of this page