২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পরিমার্জিত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন
২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পরিমার্জিত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন গত ১২ এপ্রিল প্রকাশিত হয়েছে। নতুন প্রশ্ন কাঠামোতে বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দিয়ে ১০০% যোগ্যতাভিত্তিক করা হয়েছে। আগের বছরগুলোর মতো এবারো পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ৬টি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। বিষয়গুলো হচ্ছে- বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা। প্রতিটি বিষয়ে ১০০ নম্বর করে এ পরীক্ষায় মোট নম্বর ৬০০। ফলাফল নির্ধারণ করা হবে গ্রেডিং পদ্ধতিতে (জিপিএ)।
জাতীয় শিক্ষা একাডেমি (ন্যাপ) প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৮ এর সব বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন পাওয়া যাবে এই লিংকে :
http://nape.portal.gov.bd/sites/default/files/files/nape.portal.gov.bd/notices/66f5f937_02f0_436c_81b2_2aa92f101b9e/qstructrevised20180001.pdf