সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশ হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে। ফল প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আগামী সপ্তাহের প্রথম দিকে প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এ এফ এম মঞ্জুর কাদির আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমকে জানান, সহকারী শিক্ষক নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ শেষ হয়েছে। আজ (বৃহস্পতিবার) নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও হঠাৎ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ঢাকার বাইরে যাওয়ায় ফল প্রকাশ পেছানো হয়েছে।