প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুন ৩, ২০১৩, ৯:৪১ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:০৫ অপরাহ্ন / ৫৩
প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে আজ (৩ জুন ২০১৩)। এতে ২,০৪৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের তালিকা/রোল নম্বর প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে- www.dpe.gov.bd
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যথা শিগগিরই পাঠানো হবে এবং নির্বাচিত প্রার্থীদের জেলা ভিত্তিক রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে দেয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, শিগগিরই প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
 

5/5 - (1 vote)