ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ – ফায়ারম্যান সহ ৭২৫ পদে চাকরি

ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ সার্কুলার (ফায়ারম্যান / ফায়ার ফাইটার, ড্রাইভারসহ বিভিন্ন পদে চাকরির) প্রকাশিত হয়েছে। ৫৫০ জন ফায়ার ফাইটার (ফায়ারম্যান) ও ১৫০ জন‌ ড্রাইভার সহ মোট ৭২৫ জন নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সম্প্রতি নিয়োগ সংক্রান্ত পৃথক ৩টি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিষ্ঠানের নাম :ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (FSCD)
চাকরির ধরন‌: সরকারি চাকরি
পদের নাম ফায়ার ফাইটার (পুরুষ)
পদ সংখ্যা ৭১১টি (২ বিজ্ঞপ্তিতে)
পদের ধরন :৫টি (৪+১)
আবেদন শুরু : ৩১ আগস্ট ২০২২
আবেদন শেষ :২১ সেপ্টেম্বর ২০২২
আবেদনের লিংক:http://fscd.teletalk.com.bd
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ সার্কুলার

ফায়ারম্যান / ফায়ার ফাইটার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ [ ফায়ার সার্ভিসের ১ম বিজ্ঞপ্তি ]

পদের নাম : ফায়ার ফাইটার (পুরুষ)

  • পদ সংখ্যা : ৫৫০টি।
  • শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ’তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • বেতন স্কেল : ৯,০০০-২১,৮০০ টাকা।

  • শারীরিক যোগ্যতা : ক. উচ্চতা : ৫ ফুট ৬ ইঞ্চি (ন্যূনতম),খ. বুক : ৩২ ইঞ্চি (ন্যূনতম)গ. প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে।

ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ সার্কুলার [ ২য় বিজ্ঞপ্তি ]

১. পদের নাম : ড্রাইভার (অবিবাহিত)

  • পদ সংখ্যা : ১৫০ টি।
  • শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে ৮ম শ্রেণি/জেএসসি পাশ।
  • অন্যান্য যোগ্যতা : ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ও অভিজ্ঞতাসম্পন্ন।
  • বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

২. পদের নাম : মাষ্টার ড্রাইভার (মেরিন)

  • পদ সংখ্যা : ৩টি।
  • শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে।
  • বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

৩. পদের নাম : ইঞ্জিন ড্রাইভার (মেরিন)

  • পদ সংখ্যা‌ : ৪টি।
  • শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে।
  • বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

৪. পদের নাম : স্পীডবোট ড্রাইভার

  • পদ সংখ্যা : ৪টি।
  • শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে।
  • বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ সার্কুলার [ ৩য় বিজ্ঞপ্তি ]

১. ডুবুরি (পুরুষ)
পদের সংখ্যা : ৭টি
বেতন স্কেল : ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)

২. নার্সিং এটেনডেন্ট (পুরুষ)
পদের সংখ্যা : ৭টি
বেতন স্কেল : ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)

প্রার্থীর বয়স

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ০১/০৮/২০২২ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। কিন্তু বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের শর্তাবলি ও নির্দেশনা

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ থাকতে হবে।

  • জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি/স্লিপ ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।

  • বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ (তবে এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।

  • সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়। অস্পষ্ট/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

  • নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

  • প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে।

  • প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার যাতায়াত ভাতা (TA) ও দৈনিক ভাতা (DA) প্রদান করা হবে না।

  • কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোন আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল করতে পারবেন। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।

  • এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন পরিবর্তন/ সংশোধন (যদি থাকে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (http://www.fireservice.gov.bd) পাওয়া যাবে।

আবেদনের নিয়ম

আগ্রহীরা অনলাইনে ( http://fscd.teletalk.com.bd ) এর মাধ্যমে আবেদন করতে হবে।

Fire service job circular 2022 – Fire fighter job circular 2022

ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ সার্কুলার : ৫৫০ ফায়ারম্যান সহ ৭১১টি পদ fire service job circular 2022 foreman
ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ fire service fire fighter job circular 2022

Fire service driver job circular 2022

fire service job circular 2022 a2
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ - ফায়ারম্যান সহ ৭২৫ পদে চাকরি 4

fire service job circular 2022 pdf

1. Fire service fire fighter job circular 2022 pdf download link : http://www.fireservice.gov.bd/sites/default/files/files/fireservice.portal.gov.bd/notices/fec9dc43_92be_43e7_874a_4146628b63d0/2022-08-29-10-02-6ebe28dd09317941425f0c2c4ac8700e.pdf

2. Bangladesh fire service job circular 2022 pdf (2) download link :

http://www.fireservice.gov.bd/sites/default/files/files/fireservice.portal.gov.bd/notices/ce399d02_9fba_4f07_85e1_682f9aafe4d3/2022-08-25-10-32-24b7d67a54e7df09798c7f6bd6076d77.pdf

3. Bangladesh fire service job circular 2022 pdf (3) download link :

http://www.fireservice.gov.bd/sites/default/files/files/fireservice.portal.gov.bd/notices/72f24f97_a1d5_4ec8_909e_83a9209f8b6a/2022-08-30-04-46-772a19c4b97fa802f8024cdc8737c852.pdf

ফায়ার সার্ভিস কত পয়েন্ট লাগবে ?

এসএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে। অর্থাৎ ন্যূনতম জিপিএ ২.০০ থেকে ৩.০০ থাকলেই আবেদন করা যাবে। এর চেয়ে বেশি থাকলেও আবেদন করা যাবে।

আরো পড়ুন : ফায়ারম্যানের কাজ কি?

Fire service training video

শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজেhttps://www.facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলেhttp://www.youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।

Rate this post

 সাবস্ক্রাইব

 দরকারি খবরাখবর ও তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যল প্লাটফর্মগুলোতে Follow/Subscribe করুন।

Like/Follow our Facebook page

Subscribe our Instagram channel

Follow our Google news page

Subscribe our Youtube channel

সর্বশেষ আপডেট পেতে Edu Daily 24 এর Facebook পেজ, Google news পেজ ও Youtube চ্যানেল সাবস্ক্রাইব/ফলো করুন। নোটিফিকেশন পেতে APPও ইনস্টল করে রাখতে পারেন।

মন্তব্য করুন

You cannot copy content of this page