শিক্ষার্থীর প্রশ্ন: আমি এ বছর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পাশ করলাম। আমি ফ্যাশন ডিজাইন কিংবা মার্চেন্ডাইজিং নিয়ে পড়াশোনা করতে চাই। এ জন্য কী করতে হবে, কত টাকা লাগবে, কোথায় পড়াশোনা করলে ভালো হয়- তা জানতে চাই।
– প্রবীর, নাটোর থেকে
আমাদের জবাব: মার্চেন্ডাইজিং এবং ফ্যাশন ডিজাইন- এ দুটি বিষয়ে পড়াশোনার জন্য সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হচ্ছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন টেকনোলজি (বিইউএফটি)। এ প্রতিষ্ঠানটিতে আপনি চার বছর মেয়াদী ব্যাচেলর/আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ছাড়াও সার্টিফিকেট (ছয় মাস মেয়াদী) ও ডিপ্লোমা কোর্সের সুযোগ পাবেন। এসব কোর্সে পড়াশোনা করতে চাইলে আবেদনের পর ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। কোর্সের খরচেসহ বিস্তারিত তথ্য পাবেন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (www.bift.info)। গত সেশনের ভর্তি বিজ্ঞপ্তি দেখলেও ফিসহ অন্যান্য তথ্য পাবেন। বিজ্ঞপ্তিটি পাবেন এ লিংকে- http://www.bift.info/www/themes/default/images/Admission%20Test%20Advertisement%20122.pdf
এছাড়াও শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে কোর্সগুলো করতে পারেন। বিস্তারিত পাবেন বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে- http://www.smuct.edu.bd
– স্টুডেন্টকেয়ারবিডি টিম
ফ্যাশন ডিজাইন ও মার্চেন্ডাইজিংয়ে পড়াশোনা
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review