ফ্রান্স বনাম মরক্কো live, জাতীয় ফুটবল দল, হেড টু হেড, রেকর্ড, পরিসংখ্যান, ভবিষ্যদ্বাণী (prediction) ও লাইন-আপ ২০২২ এই পোস্টে তুলে ধরা হলো। ফ্রান্স vs মরক্কো দলের খেলা বাংলাদেশ সময় ২২ নভেম্বর ২০২২ (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে। FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২ শুরুর তৃতীয় দিনের গ্রুপ-ডি এর ম্যাচে ফ্রান্সের (France) মুখোমুখি হতে যাচ্ছে মরক্কো (Morocco)।
- কাতার বিশ্বকাপের আসল লড়াই চলছে। ফাইনালে উঠার লড়াই আজ থেকে শুরু। আজ আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া মুখোমুখি লড়াইয়ে নামবে। আগামীকাল দুর্দান্ত লড়াইয়ে নামবে ফ্রান্স ও মরোক্কো।
- বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বশেষ ফ্রান্স-মরক্কোর লড়াই হয়েছিল ১৫ বছর আগে। কাতার বিশ্বকাপ আবারও তাদের লড়াইয়ে নিয়ে এলো।
- মরক্কোর বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত ফরাসিরা। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ইতিহাস গড়া আফ্রিকার দলটির বিপক্ষে তারা এবার আধিপত্য ধরে রাখতে পারবে কিনা, সেটাই এখন দেখার।
- FIFA world cup 2022 Live Score [Group-D]
- ফ্রান্স বনাম মরক্কো পরিসংখ্যান / সমীকরণ
- ফ্রান্স বনাম মরক্কো হেড টু হেড
- ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২
- ফ্রান্স বনাম মরক্কো খেলা কবে কখন কোথায়?
- কাতার বিশ্বকাপে ফ্রান্স স্কোয়াড
- কাতার বিশ্বকাপে মরক্কো স্কোয়াড
- ফ্রান্স বনাম মরক্কো ভবিষ্যৎবাণী : কোন দলের জেতার সম্ভাবনা
- FIFA world cup 2022 France vs Morocco Live streaming TV broadcast
- France vs Morocco football world cup LIVE STREAMING
FIFA world cup 2022 Live Score [Group-D]
ফ্রান্স বনাম মরক্কো পরিসংখ্যান / সমীকরণ
- অফিসিয়াল ম্যাচে মরক্কোর বিপক্ষে একবারও হারেনি ফ্রান্স। দুই দলের সবশেষ সাক্ষাৎ ২০০৭ সালে। প্যারিসে প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
- ষাট, সত্তর ও আশির দশকে আনফিসিয়াল ম্যাচও খেলেছিল ফ্রান্স ও মরক্কো।
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কো। অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত দুই দল পাঁচবার পরস্পরের বিপক্ষে খেলেছে; প্রথম দেখা ১৯৮৮ সালে, যেখানে ২-১ গোলে জিতেছিল ফরাসিরা।
- কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৫ গোল করেছেন কিলিয়ান এমবাপে। ছাড়িয়ে গেছেন ২০১৮ আসরে ফ্রান্সের শিরোপা জয়ের পথে করা নিজের ৪ গোল। বিশ্বকাপে ১২ ম্যাচ খেলা ২৩ বছর বয়সী এমবাপের এখন গোল মোট ৯টি।
- মরক্কোর বিশ্বকাপ অভিষেক ১৯৭০ সালে। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে গ্রুপ পর্ব পার করেছিল তারা, ১৯৮৬ আসরে। এবার তারা ছাড়িয়ে গেছে আগের সব সাফল্য। আরব ও আফ্রিকার প্রথম দল হিসেবে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।
- কোনো দলকে নকআউট পর্বে তোলা প্রথম আরব কোচ ওয়ালিদ রেগরাগি। গত সেপ্টেম্বরে মরক্কোর দায়িত্ব নেন তিনি। তার কোচিংয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে অপরাজিত আফ্রিকার দলটি।
- ১৯৩০ সালে বিশ্বকাপের উদ্বোধনী আসরে খেলা ১৩ দলের একটি ফ্রান্স। এ নিয়ে বিশ্ব সেরার মঞ্চে ১৬ বার খেলছে দুইবার শিরোপা জেতা দলটি।
- ১৯৯৮ সালে ব্রাজিলের পর প্রথম শিরোপাধারী দল হিসেবে সেমি-ফাইনালে খেলতে যাচ্ছে ফ্রান্স। ২০০২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুই আসরে ফাইনালে খেলার হাতছানি ফরাসিদের সামনে।
- টানা দুবার বিশ্বকাপ জেতা দল ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) ও ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২)। ২০১৮ সালে রাশিয়া আসরে শিরোপা জেতা ফ্রান্সের সামনেও এখন এই রেকর্ড ছোঁয়ার সুযোগ।
- মরক্কোর জালে এখন পর্যন্ত প্রতিপক্ষ একবারও বল পাঠাতে পারেনি। আসরে তারা একমাত্র গোল হজম করেছে গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে; আত্মঘাতী গোলটি করেন ডিফেন্ডার নায়েফ আগের্দ।
ফ্রান্স বনাম মরক্কো হেড টু হেড
![ফ্রান্স বনাম মরক্কো পরিসংখ্যান, লাইভ score, জাতীয় ফুটবল দল, হেড টু হেড, রেকর্ড, পরিসংখ্যান, ভবিষ্যদ্বাণী ও লাইন-আপ ২০২২ [France vs Morocco] 7 ফ্রান্স বনাম মরক্কো হেড টু হেড - France vs Morocco head to head](https://edudaily24.files.wordpress.com/2022/12/france-morocco-2022-h2h.jpg?w=1170)
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২
খেলা : | ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার |
মোট অংশগ্রহণকারী দেশ : | ৩২টি দেশ / দল |
ভেন্যু : | কাতার |
বাংলাদেশ সময় কখন হবে : | বিকাল, সন্ধ্যা ও রাতে |
বিশ্বকাপ উদ্বোধন / ১ম ম্যাচ : | ২০ নভেম্বর ২০২২ |
ফিফার ওয়েবসাইট : | https://www.fifa.com |
ফ্রান্স বনাম মরক্কো খেলা কবে কখন কোথায়?
- দল / দেশ : ফ্রান্স বনাম মরক্কো
- কখন : France Vs Morocco এর খেলা বাংলাদেশ সময় ১৪ ডিসেম্বর ২০২২ (বুধবার) দিবাগত রাত ১টায়।
- খেলার মাঠ বা ভ্যেনু : আল বাইত স্টেডিয়াম, আল খোর, কাতার।
কাতার বিশ্বকাপে ফ্রান্স স্কোয়াড
ফ্রান্স জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :
মাঠের অবস্থান বা ফর্মেশন : ৪-২-৩-১
- ফ্রান্সের প্রথম একাদশ :
- লরিস (গোলরক্ষক),
- পাভার্ড,
- কোনাতে,
- উপামেকানো,
- লুকাস হার্নান্দেজ,
- চুয়ামিনি,
- রাবিউত,
- দেম্বেলে,
- গ্রিজম্যান,
- এমবাপে,
- জিরুদ
কাতার বিশ্বকাপে মরক্কো স্কোয়াড
মরক্কো জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :
মাঠের অবস্থান বা ফর্মেশন : ৪-৩-৩
- (৪-৩-৩) ইয়াসিন বুনো (গোলরক্ষক)
- নায়েফ আগুয়ের্ড
- আশরাফ হাকিমি
- রোমেইন সাইস
- নৌসাইর মাজরাউই
- সোফিয়ান আমরাবাত
- আবদেলহামিদ সাবিরি
- আজজেদিন ওনাহি
- সোফিয়ান বোফাল
- ইউসেফ এন-নেসিরি
- হাকিম জিয়েশ
ফ্রান্স বনাম মরক্কো ভবিষ্যৎবাণী : কোন দলের জেতার সম্ভাবনা
মানুষ কখনোই কোনো কিছুর ভবিষ্যতবানী করতে পারে না, তবে দৃশ্যমান শক্তি ও বাস্তবতার আলোকা ধারনা করতে পারে। কোনো কোনো সময় এই ধারনা সত্যি হয়, কখনো হয় না। ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে-কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে পারফরমেন্সের ব্যাপারে ধারনা পাওয়া যায়।
ফ্রান্স বনাম মরক্কো খেলায় নি:সন্দেহে ফ্রান্স এগিয়ে থাকবে। তবে দুর্বল দলের কাছেও বড় দলের হারের নজির বহু আছে।
FIFA world cup 2022 France vs Morocco Live streaming TV broadcast
- France vs Morocco TV Live broadcast in BTV : https://live.btv.gov.bd
- Live broadcast in Toffee website : https://toffeelive.com
- Live broadcast in Toffee App : https://play.google.com/store/apps/details?id=com.banglalink.toffee&hl=en&gl=US&pli=1
- GTV live : https://www.youtube.com/watch?v=vSHelsYpvkc
France vs Morocco football world cup LIVE STREAMING
France vs Australia LIVE STREAMING Link : https://www.crichd.com/argentina-vs-saudi-arabia