বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস ও পিএইচডি কোর্সে ভর্তি
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন সেশনে (২০১২) এমএস ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোর্স ক্রেডিট পদ্ধতির অধীনে এ দুই পর্যায়ে (এমএস ও পিএইচডি) বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা। ভর্তি তথ্য, আবেদন ফরম ও নির্দেশিকা পাওয়া যাবে ওয়েবসাইটে (www.bsmrau.edu.bd)। আবেদন করতে হবে ১০ মার্চের মধ্যে। আবেদন প্রক্রিয়া শেষে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২২ মার্চ। ভর্তির বিজ্ঞপ্তি পাবেন এ লিংকে-http://pages.bsmrau.edu.bd/files/2012/02/MS-PhD-admission2.pdf