বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে নেয়া হবে

Rate this post

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল অ্যাসেসমেন্ট ও ভাইভা পরীক্ষা অনলাইনে নেয়া হবে। আগামী ১৫ জুন থেকে শুরু হবে এসব পরীক্ষা। তবে ফাইনাল পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া হবে তা নির্ধারণ করার জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মুহসীন উদ্দীনকে আহ্বায়ক ও আইটি ডিরেক্টর সহকারী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সালকে সদস্য সচিব করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আগামী ৩০ জুন এই কমিটি ফাইনাল পরীক্ষা নেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ প্রস্তাবনা পেশ করবেন। ২৭ মে (বৃহস্পতিবার) বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩ তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বাংলানিউজকে জানান, ১৫ জুন থেকে ৪০ নম্বরের অভ্যন্তরীণ পরীক্ষা অনলাইনে শুরু হবে এবং খুব দ্রুতই অনলাইনে ভাইভা অনুষ্ঠিত হবে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মানজুর আহমেদ, সামাজিক বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবির, ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আব্দুল বাতেন চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাদেকুর রহমান, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোহাম্মদ রাকিবুল ইসলাম ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাদুল্লাহ মোহাম্মদ ফয়সাল ।

তবে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি অনলাইনে পরীক্ষা দিতে না চায় তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ মুহসীন উদ্দীন বলেন, ১৫ জুন অভ্যন্তরীণ পরীক্ষা শুরু হওয়ার আগেই ৯ সদস্যের ‘ফাইনাল পরীক্ষা কমিটি’ এ ব্যাপারে নীতিমালা প্রনয়ন করবে।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *