বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত


এডু ডেইলি ২৪ অক্টোবর ১৩, ২০১৯, ৮:৪৫ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৪ অপরাহ্ন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ (১৩ অক্টোবর ২০১৯, রবিবার) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ডিন ও ভর্তি পরীক্ষা কোর কমিটির সদস্য মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার পরবর্তী তারিখ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (bu.ac.bd) জানিয়ে দেওয়া হবে।

ভর্তি পরীক্ষা স্থগিতের ব্যাপারে ভর্তি পরীক্ষা কোর কমিটির সদস্য গণমাধ্যমকে জানান, ভর্তি পরীক্ষা কার্যক্রমের জন্য বিশ্ববিদ্যালয়ের আর্থিক প্রশাসনিক পদে নিয়োগ দরকার। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আর্থিক প্রশাসনিক বিষয় যাঁরা নিয়ন্ত্রণ করেন, সেই পদগুলো বর্তমানে শূন্য। এর জন্য ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Rate this post

Leave a Reply

BD Results App