বরিশাল বিশ্ববিদ্যালয় : ভর্তি পরীক্ষা ৭ ডিসেম্বর


এডু ডেইলি ২৪ প্রকাশ: নভেম্বর ২৮, ২০১৩, ৫:৪৬ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৮ অপরাহ্ন / ২৭
বরিশাল বিশ্ববিদ্যালয় : ভর্তি পরীক্ষা ৭ ডিসেম্বর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।
আজ (বৃহস্পতিবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অবরোধের কারণে তা পেছানো হয়।
এবার প্রতি আসনের বিপরীতে ২৬ জন  শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে।  পরীক্ষার আসন বিন্যাস পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে- www.barisaluniv.edu.bd
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি শিক্ষাবর্ষে ৬টি অনুষদের অধীনে ১৬টি বিভাগে ১ হাজার ১শ’ ৩৪টি আসনের বিপরীতে ‘ক’ ‘খ’ ‘গ’ ও ‘ঘ’ ইউনিটে মোট ২৯ হাজার ৬শ’ ৯০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেছে। এর মধ্যে ‘ক’ ইউনিটে ৫ হাজার ১শ’ ২৭ জন, ‘খ’ ইউনিটে ৬ হাজার ৬শ’ ৮৮, ‘গ’ ইউনিটে ১০ হাজার ৬শ’ ৭৫ ও ‘ঘ’ ইউনিটে ৭ হাজার ১শ’ ৫৭ জনসহ মোট ২৯ হাজার ৬শ’ ৯০ জন আবেদন করে।
৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘ঘ’ ইউনিট, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত‘গ’ ইউনিট ও বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘ক’ ও ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ও অস্থায়ী ক্যাম্পাসসহ নগরীর উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

Rate this post