বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১০ সালের এইচএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ৬৪ ভাগ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, এইচএসসি প্রোগ্রামের সব স্টাডি সেন্টার থেকে এ ফল ১৭ সেপ্টেম্বর রোববার জানা যাবে। এবার বাউবির এইচএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় এক লাখ ২০ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে দ্বিতীয় বর্ষে ৪১ হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে একজন ‘এ’+, ১৭৫ জন ‘এ’, এক হাজার ৩৭৫ জন ‘এ’ (-), চার হাজার ৮২১ জন ‘বি’, ১৪ হাজার ৮১৩ জন ‘সি’ এবং পাঁচ হাজার ৮১ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৩ হাজার ১৩৮ জন পুরুষ অর্থা ৎ শতকরা ৬১ দশমিক ৩৫ ভাগ। একই সঙ্গে প্রথম বর্ষের ৬০ হাজার ১৬২ জন শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।