বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০১১ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের (চূড়ান্ত) ফল প্রকাশিত হয়েছে। এ দুই পরীক্ষায় পাশের গড় হার ৫৮.৫০ শতাংশ। বৃহস্পতিবার বাউবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার এসএসসি প্রোগ্রামে ১ম ও ২য় বর্ষে মোট শিক্ষার্থী ছিল দুই লাখ এক হাজার ৬৭৫ জন। এদের মধ্যে চূড়ান্ত পরীক্ষায় (দ্বিতীয় বর্ষ) অংশ নিয়েছে ৮১ হাজার ৭৩ জন শিক্ষার্থী এবং পাশ করছে ৫২ হাজার ৪৪২ জন শিক্ষার্থী।
ফল পাওয়া যা্ বাউবি’র ওয়েবসাইটে (www.bou.edu.bd)। এছাড়াও শিক্ষার্থীরা নিজ নিজ স্টাডি সেন্টারে শুক্রবার থেকে ফল জানতে পারবে।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24