বাউবি : এইচএসসি পরীক্ষার (২০১৫) ফলাফল প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষার (২০১৫) ফলাফল প্রকাশ হয়েছে। ২০১৫ এর এইচএসসি ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে গ্রেডিং পদ্ধতিতে। ওয়েবসাইটের (www.bou.ac.bd/result.php) পাশাপাশি, এসএমএস ও বাউবি’র সব স্টাডি সেন্টারে এ ফলাফল পাওয়া যাবে।
এইচএসসি প্রোগ্রাম ২০১৫-এর চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৪৩ হাজার ২৭৩ জন শিক্ষার্থী পাশ করে। পাশের হার ৬৮.৯২ শতাংশ। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ৪৮৩ জন ‘এ,‘ ৩ হাজার ৯ জন ‘এ(-)’ ১০ হাজার ১৯২ জন ‘বি’, ২৩ হাজার ৩৮৩ জন ‘সি’ এবং ৬ হাজার ২০৬ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
এসএমএস-এ ফলাফল :
মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন-
bou<space>student ID (11digits without any space, for example 10023810001)
এরপর পাঠিয়ে দিন ২৭৭৭ নম্বরে। বাংলালিংক অপারেটরের ক্ষেত্রে এসএমএস পাঠাতে হবে ২৭০০ নম্বরে।
ওয়েবসাইটে ফলাফল দেখতে ক্লিক করুন : www.bou.ac.bd/result.php
উল্লেখ্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের এইচএসসি প্রোগ্রামের পরীক্ষা ২৬.৮.২০১৬ তারিখ থেকে  ২৮.১০.২০১৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয় ৫ জানুয়ারি ২০১৭ তারিখে।