বাউবি: ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সে ভর্তি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত দেড় বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন (ডিসিএসএ) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ১ম সেমিস্টারে ভর্তি আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে ১৯ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে। এ সময়ের মধ্যেই বাউবি নির্ধারিত জনতা ব্যাংকের শাখায় ফি জমা দিতে হবে। ফি’র রশিদের কপি আঞ্চলিক কেন্দ্রে জমা দিয়ে ভর্তি নির্দেশিকা ও ফরম সংগ্রহ করতে হবে।
এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই এ প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে ভর্তির জন্য মনোনিত করবে কর্তৃপক্ষ। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বাউবি’র ওয়েবসাইটের (www.bou.edu.bd) পাশাপাশি আঞ্চলিক কেন্দ্র ও স্টাডি সেন্টারে পাওয়া যাবে।