বাউবি : ২০১৪ সালের বিএ-বিএসএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত ২০১৪ সালের বিএ-বিএসএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় পাস করেছে ৭৫.৬ শতাংশ।
একই সঙ্গে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের ২ লাখ ৫০ হাজার ৩৮৫ জন শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলও প্রকাশিত হয়েছে।
চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে এই ওয়েবসাইটে- www.bou.ac.bd/result.php
বছর ও সেমিস্টার ভিত্তিক ফলাফল দেখা যাবে এই সাইট থেকে- http://exam.bou.edu
এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়ার জন্য bou লিখে একটা স্পেস দিয়ে student ID টাইপ করে ( উদাহরণ: BOU 08010012237 ) বাংলালিংকের ক্ষেত্রে ২৭০০ নম্বর এবং অন্যান্য অপারেটরের ক্ষেত্রে ২৭৭৭ নম্বরে পাঠাতে হবে।