কৃষি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল অাজ (১২ নভেম্বর ২০১৮) দুপুরে প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
ভর্তি পরীক্ষায় মোধা তালিকায় এবার সর্বোচ্চ স্কোর ১৮৬.২৫ (লিখিত ৮৬.২৫) আর সর্বনিম্ন স্কোর ১৫১.২৫ (লিখিত ৫১.৭৫)।
এবারের ভর্তি পরীক্ষায় ১৮,৪৩৭ জন ভর্তীচ্ছু আবেদন করেন। এর মধ্যে ১২,৬৫৩ জনকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেয়া হয়। তাদের মধ্যে ৭৩ শতাংশ প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। মেধা তলিকায় স্থান পায় ১,২৩০ জন। এদের মধ্যে ৭১৭ জন ছেলে, ৫১৩ জন মেয়ে। অপেক্ষমাণ তালিকায় রাখা হয় মোট ১,২২৯ জনকে। অপেক্ষমানদের মধ্যে ছেলে ৬৮৬ জন আর মেয়ে ৫৪৩ জন।
আগামী ১৪ থেকে ২৩ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে মেধা তালিকা ও অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীদের ওয়েবসাইটে অনুষদভিত্তিক অপশন ও তথ্যপ্রদান এবং ফরমসমূহ ডাউনলোড করতে হবে।
কোটায় নির্বাচিত প্রার্থীদের ১৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল সনদপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বশরীরে উপস্থিত হতে হবে।
২৯ নভেম্বর ২০১৮ তারিখ সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে মেধা তালিকাভুক্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
ফল ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে : www.bau.edu.bd