বাকৃবি : ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি ২০ নভেম্বরের মধ্যে

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল (রোববার) এই ফলাফল প্রকাশিত হলেও ওয়েবসাইটের ত্রুটির জন্য দেখা যায়নি। আজ এ সমস্যা সমাধান করা হয়েছে, ফলে ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।
ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা এই সাইট থেকে ফলাফল দেখতে পারবে- http://admission.bau.edu.bd/result
মেধা তালিকা পাওয়া যাবে এই লিংকে- http://admission.bau.edu.bd/images/files/bau_admission_result_2014.pdf
জরুরী :
মেধা ও অপেক্ষমান তালিকাভূক্ত প্রার্থীদেরকে আগামী ২০ নভেম্বর ২০১৩ তারিখের মধ্যে বাকৃবি ওয়েব সাইটের http://admission.bau.edu.bd মাধ্যমে অনুষদ ভিত্তিক অপশন ও প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এবং ভর্তি ফরম, রেজিষ্ট্রেশন ফরম, মেডিকেল ফরম ও অপশন ফরম ডাউনলোড করে A4 সাইজের চারটি অফেসট পেপারে প্রিন্ট করে নিতে হবে, যা ভর্তির সময় জমা দিতে হবে।