বাকৃবি: ভর্তি যোগ্যতা নিয়ে বিভ্রান্তি দূর


এডু ডেইলি ২৪ প্রকাশ: সেপ্টেম্বর ১৫, ২০১২, ৩:৪৮ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন / ২১
বাকৃবি: ভর্তি যোগ্যতা নিয়ে বিভ্রান্তি দূর

ঘোষিত ‘ভর্তি যোগ্যতা’ নিয়ে ভর্তিচ্ছুদের অসন্তুষের কারণে অবশেষে সংশোধন করা হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘ভর্তি বিজ্ঞপ্তি’। এর ফলে, চলতি শিক্ষা বর্ষে ভর্তি যোগ্যতা নিয়ে বিভ্রান্তি দূর হলো। এর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, “আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে- মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় হিসেবে ‘উচ্চতর গণিত’ থাকতে হবে।” এর ফলে, মাধ্যমিক পরীক্ষায় যাদের চতুর্থ বিষয় হিসেবে ‘কৃষি শিক্ষা’ ছিল, তাদের বাকৃবি-তে আবেদনের সুযোগ ছিল না। এর পরিপ্রেক্ষিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে। এ বিষয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সাক্ষরিত সংশোধনীতে মূল বিজ্ঞপ্তির দুটি পরিবর্তনের (ক্রমিক নং ২.১ ও ২.৩) কথা বলা হয়। নতুন পরিবর্তনে জানানো হয়, ২০১১ সালে এইচএসসি পাশ করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। এছাড়া, যাদের এসএসসিতে উচ্চতর গণিত বিষয় ছিল না- তারাও আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮০০ টাকা থেকে কমিয়ে ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

Rate this post