বিইউপি: সান্ধ্য এমবিএ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) সান্ধ্য এমবিএ-তে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। বুধবার বিইউপি’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। লিখিত পরীক্ষার ভিত্তিতে প্রকাশিত এ ফলাফলে ১১৭ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। এদের মধ্য থেকে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে। দুই দিনব্যাপী সাক্ষাৎকার পর্ব শুরু হবে ১৯ নভেম্বর থেকে।
সশস্ত্র বাহিনী পরিচালিত এ বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য এমবিএ প্রোগ্রামে প্রার্থী বাছাই করা হবে তিনটি ফলের ভিত্তিতে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৫০%, সাক্ষাৎকার পর্বের ২৫% এবং বিগত পরীক্ষায় প্রাপ্ত ফলের ২৫% নম্বর মূল্যায়ন করা হবে।
লিখিত পরীক্ষার ফল জানা যাবে বিইউপি’র এই ওয়েব লিংকে- http://www.bup.edu.bd/neu/events/EvMBA.pdf ।