বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘ মেয়াদী বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির লক্ষে ২০২১ শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে।
বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্ধারিত দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে।
বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ – BKSP Admission Circular 2021 :

বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ পাওয়া যাবে এই লিংকে :
http://bksp.gov.bd/sites/default/files/files/bksp.portal.gov.bd/notices/3219c915_3e7c_4bf5_b42e_9b2116c1d4a4/2021-01-20-12-57-2908ba37f35f1c2cdf391837c87e0aa1.pdf