বডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নিয়োগ ২০২১ সংক্রান্ত সার্কুলার প্রকাশ করেছে। ৯৭তম ব্যাচে সিপাহী (জিডি) পদে নিয়োগ দেবে বিজিবি।
৬ ফেব্রুয়ারি দৈনিক যুগান্তর ও ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখেকালের কণ্ঠ পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
এইচএসসি/সমমান পরীক্ষায় পাশ প্রার্থীরা (পুরুষ ও মহিলা) আবেদন করতে পারবেন।
নির্ধারিত নিয়মে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে ৮ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখের মধ্যে।
বয়স : ১৮ থেকে ২৩ বছর (২২-৮-২০২১ তারিখের হিসাবে)
আবেদনের সময়সীমা : ৮ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২১।
শিক্ষাগত যোগ্যতা : এস এসসি/সমমানে ন্যূনতম জিপিএ ৩.০০ ও এইচএসসি/সমমানে জিপিএ ২.৫০।
বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি (pdf) পাওয়া যাবে এই লিংকে :
http://www.bgb.gov.bd/sites/default/files/files/bgb.portal.gov.bd/notification_circular/34fd08d1_bd7c_4ddb_9268_a8880bc0e979/2021-02-05-09-46-02f18defe83a384f3aa25ffb625e89ce.pdf
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – BGB Job Circular 2021 :
