বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষায় বঙ্গবন্ধু ফেলোশিপ
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষায় (এমএস, পিএইচডি, পিএইচডি-উত্তর) ফেলোশিপ পাবে বাংলাদেশিরা । ‘বঙ্গবন্ধু ফেলোশিপ অন সায়েন্স অ্যান্ড আইসিটি’ প্রকল্পের আওতায় পরিচালিত এ ফেলোশিপ পেতে আগের পাবলিক পরীক্ষার তিনটিতে প্রথম বিভাগ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না। নির্বাচিতরা বিষয়ভেদে দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাবে। প্রার্থীদের অবশ্যই আইইএলটিএস স্কোর ৬ কিংবা টোফেলে ৫৫০ থাকতে হবে। আবেদন করতে হবে ৩০ জানুয়ারি ২০১২ তারিখের মধ্যে । আবেদন ফরমের নমুনা পেতে এবং বিস্তারিত তথ্য পেতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিটি সংগ্রহ করুন এ লিংক থেকে- https://edudaily24.com/files/ICT-Ministry_Bangabandhu-Fellowship_2012.pdf
মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও (www.mosict.gov.bd) পাওয়া যাবে দরকারি তথ্য।