বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২২ (৮৭তম ও ৮৬তম বাফা কোর্স) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসার ক্যাডেট নিয়োগের ৮৬তম বাফা কোর্সে আবেদনের শেষ তারিখ ১০ এপ্রিল ২০২২ (বর্ধিত সময়সীমা অনুযায়ী) এবং ৮৭তম বাফা কোর্সে আবেদনের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর ২০২২।
অফিসার ক্যাডেট ৮৭তম বাফা কোর্স
হিনীর নাম : | বাংলাদেশে বিমান বাহিনী |
পদের নাম : | অফিসার ক্যাডেট |
কোর্সের নাম : | 87th BAFA |
শিক্ষাগত যোগ্যতা : | এইচএসসি/সমমান |
বয়স : | ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর (১ জানুয়ারি ২০২৩ তারিখে) |
87th BAFA officer cadet job circular 2022

আবেদনের নিয়ম : আগ্রহীরা joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইট র মাধ্যমে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে APPLY NOW ক্লিক করে প্রদর্শিত নির্দেশনা দেখে আবেদন করা যাবে।
Bangladesh air force 87th BAFA officer cadet job circular 2022 download link : https://baf.mil.bd/website/assets/img/news/87-BAFA.jpg
বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – 86th BAFA
৮৬তম BAFA কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে পদে চাকরির ন্যূনতম শিক্ষা যোগ্যতা এইচএসসি/সমমান। অনলাইনে আবেদনের সময়সীমা ২৬ অক্টোবর ২০২১ থেকে ১০ এপ্রিল ২০২২।
বাহিনীর নাম : | বাংলাদেশে বিমান বাহিনী |
পদের নাম : | অফিসার ক্যাডেট |
কোর্সের নাম : | ৮৬ বিএএফএ |
শাখার নাম : | জিডি (পি); এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজিক্যাল; ফিন্যান্স ও এডমিন |
বয়স : | ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে (৭ জুলাই ২০২২ তারিখের হিসেবে) |
বৈবাহিক অবস্থা : | অবিবাহিত (বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক) |
শারীরিক যোগ্যতা : পুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি, নারীর ক্ষেত্রে জিডি (পি) কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যদের ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি।
ওজন : বয়স ও উচ্চতা অনুযায়ী
চোখের মাপ : ৬ বাই ৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন
আবেদনের নিয়ম : আগ্রহীরা joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইট র মাধ্যমে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে APPLY NOW ক্লিক করে প্রদর্শিত নির্দেশনা দেখে আবেদন করা যাবে।
বাছাই পরীক্ষার তারিখ : জেলা ও বিভাগভেদে বাছাই পরীক্ষা হবে ৭ নভেম্বর ২০২১ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, বিস্তারিত তথ্যের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
বাছাই পরীক্ষার স্থান : বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা।
চাকরিতে যোগদানের তারিখ : সম্ভাব্য তারিখ : ৭ জুলাই ২০২২
Bbangladesh air force officer cadet job circular 2021 – 86th BAFA

বিজ্ঞপ্তিটির স্পষ্ট ও উন্নত ইমেজ ফরমেট পেতে ক্লিক করুন : https://i.imgur.com/QwQRpyX.jpeg
নিয়োগ বিজ্ঞপ্তিটি ২৫ অক্টোবর ২০২১ তারিখে ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24
এই বছর এসএসসি পরিক্ষা দিয়েছি। আমি আবেদন করতে পারব কি ভাই?
ইনশাল্লাহ
nice
S.s.c. পাস স্টুন্ডেন কি আবেদন করতে পারবে…?
Ssc পাস আবেদন করতে পরবো কি