বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদে নিয়োগ ২০২২ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪৩ ক্যাটাগরির বেসামরিক/অসামরিক পদে মোট ৩৭৪ জনকে নিয়োগ দেবে Bangladesh Air Force।
অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৬ জুন ২০২২ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ১৮ জুলাই ২০২২।
বিমান বাহিনী নিয়োগ ২০২২
প্রতিষ্ঠান : | বাংলাদেশ বিমান বাহিনী |
মোট পদের সংখ্যা : | ৩৭৪টি |
আবেদনের মাধ্যম : | অনলাইন |
আবেদন শুরু : | ২৬ জুন ২০২২ |
আবেদনের শেষ তারিখ : | ১৮ জুলাই ২০২২ |
অফিশিয়াল ওয়েবসাইট : | https://baf.mil.bd |
পদের নাম-তালিকা, পদ সংখ্যা, বেতন ও যোগ্যতা
১। পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা : ৫টি
বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেড : ১৪
যোগ্যতা : স্নাতক/ সমমানের ডিগ্রি।
২। পদের নাম : গবেষণাগার সহকারী
পদ সংখ্যা : ৪টি
বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেড : ১৪
যোগ্যতা : স্নাতক/ সমমানের ডিগ্রি।
৩। পদের নাম : নকশাকার
পদ সংখ্যা : ৩টি
বেতন : ৯৭০০-২৩৪৯০ টাকা
গ্রেড : ১৫
যোগ্যতা : স্নাতক/ সমমানের ডিগ্রি।
৪। পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা : ২০টি
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেড : ১৬
যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
৫। পদের নাম : স্টোরম্যান
পদ সংখ্যা : ৬টি
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেড : ১৬
যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
৬। পদের নাম : মিডওয়াইফ
পদ সংখ্যা : ২টি
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেড : ১৬
যোগ্যতা : মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
৭। পদের নাম : ফায়ার ফাইটার
পদ সংখ্যা : ৪টি
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেড : ১৬
যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
৮। পদের নাম : মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার
পদ সংখ্যা : ১৯টি
বেতনঃ ৯৭০০-২৩৪৯০ টাকা
গ্রেডঃ ১৫
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
৯। পদের নাম : মিস্ত্রি ক্লাস-১ (ইঞ্জিন ফিটার)
পদ সংখ্যা : ৭টি
বেতন : ৯৭০০-২৩৪৯০ টাকা
গ্রেড : ১৫
যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
১০। পদের নাম : মিস্ত্রি ক্লাস-১ (ইলেকট্রিক ফিটার)
পদ সংখ্যা : ৩ টি
বেতন : ৯৭০০-২৩৪৯০ টাকা
গ্রেড : ১৫
যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
১১। পদের নাম : মিস্ত্রি ক্লাস-১ (মেকানিক্যাল ট্রান্সপোর্ট ফিটার)
পদ সংখ্যা : ৩ টি
বেতন : ৯৭০০-২৩৪৯০ টাকা
গ্রেড : ১৫
যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
১২। পদের নাম : মিস্ত্রি ক্লাস-১ (ওয়ারলেস ফিটার)
পদ সংখ্যা : ১০ টি
বেতন : ৯৭০০-২৩৪৯০ টাকা
গ্রেড : ১৫
যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/সমমানের ডিগ্রি।
১৩। পদের নাম : মিস্ত্রি ক্লাস-১ (ইন্সট্রুমেন্ট ফিটার)
পদ সংখ্যা : ৭ টি
বেতন : ৯৭০০-২৩৪৯০ টাকা
গ্রেড : ১৫
যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
১৪। পদের নাম : মিস্ত্রি ক্লাস-২ (এয়ারফ্রেম মেকানিক)
পদ সংখ্যা : ৩ টি
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেড : ১৬
যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
১৫। পদের নাম : মিস্ত্রি ক্লাস-২ (আর্মমেন্ট মেকানিক)
পদ সংখ্যা : ৪টি
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেড : ১৬
যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
১৬। পদের নাম : মিস্ত্রি ক্লাস-২ (জেনারেটর মেকানিক)
পদ সংখ্যা : ৫টি
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেড : ১৬
যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
১৭। পদের নাম : মিস্ত্রি ক্লাস-২ (ইলেকট্রিক মেকানিক)
পদ সংখ্যা : ১১ টি
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেড : ১৬
যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
১৮। পদের নাম : মিস্ত্রি ক্লাস-২ (মেকানিক্যাল ট্রানস্পর্ট মেকানিক)
পদ সংখ্যা : ২৬টি
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেড : ১৬
যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
১৯। পদের নাম : মিস্ত্রি ক্লাস-২ (ওয়ারলেস মেকানিক)
পদ সংখ্যা : ৩টি
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেড : ১৬
যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
২০। পদের নাম : মিস্ত্রি ক্লাস-২ (ইন্সট্রুমেন্ট মেকানিক)
পদ সংখ্যা : ৩টি
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেড : ১৬
যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।
২১। পদের নাম : মিস্ত্রি ক্লাস-২ (মেটাল ওয়ার্কার)
পদ সংখ্যা : ৯টি
২২। পদের নাম : মিস্ত্রি ক্লাস-২ (কার্পেন্টার)
পদ সংখ্যা : ৮টি
২৩। পদের নাম : মিস্ত্রি ক্লাস-২ ( প্রিন্টার)
পদ সংখ্যা : ৮টি
২৪। পদের নাম : মিস্ত্রি ক্লাস-২ (ওয়েল্ডার)
পদ সংখ্যা : ৫টি
২৫। পদের নাম : মিস্ত্রি ক্লাস-২ (বাইন্ডার)
পদ সংখ্যা : ২টি
২৬। পদের নাম : মিস্ত্রি ক্লাস-২ (এয়ারফেম মেকানিক)
পদ সংখ্যা : ২টি
২৭। পদের নাম : অফিস সহায়ক
পদ সংখ্যা : ২৪টি
২৮। পদের নাম : লস্কর
পদ সংখ্যা : ৪২টি
২৯। পদের নাম : বাবুর্চি
পদ সংখ্যা : ২৫টি
৩০। পদের নাম : লস্কর এন্টি ম্যালেরিয়া
পদ সংখ্যা : ৬টি
৩১। পদের নাম : লস্কর এয়ারক্রাফট
পদ সংখ্যা : ৪টি
৩২। পদের নাম : মেকানিক্যাল ট্রান্সপোর্ট গিজার
পদ সংখ্যা : ১০টি
৩৩। পদের নাম : লস্কর পোর্ট মার্কার
পদ সংখ্যা : ১টি
৩৪। পদের নাম : মেসওয়েটার
পদ সংখ্যা : ১৭টি
৩৫। পদের নাম : লস্কর বার্ডশুটার
পদ সংখ্যা : ৩টি
৩৬। পদের নাম : ওয়াচম্যান
পদ সংখ্যা : ৪টি
৩৭। পদের নাম : লস্কর ওয়ার্ড বয়
পদ সংখ্যা : ১টি
৩৮। পদের নাম : ওয়াসার আপ
পদ সংখ্যা : ১৬টি
৩৯। পদের নাম : মালি
পদ সংখ্যা : ১০টি
৪০। পদের নাম : ওয়াটার ক্যারিয়ার
পদ সংখ্যা : ৩টি
৪১। পদের নাম : আয়া
পদ সংখ্যা : ১টি
৪২। পদের নাম : পরিছন্নতা কর্মী
পদ সংখ্যা : ১৪টি
৪৩। পদের নাম : নস্কর ফায়ার
পদ সংখ্যা : ৮টি
প্রার্থীর বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ২৬ জুন ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ এর মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযুদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন শুরু হবে ২৬ জুন ২০২২ তারিখ সকাল ১০টা থেকে এবং আবেদন শেষ হবে ১৮ জুলাই ২০২২ তারিখ বিকাল ৫টায়।
আবেদন করার পদ্ধতি
প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে প্রার্থীকে বাংলাদেশ বিমান বাহিনীর আবেদনের ওয়েবসাইটে (joinairforce.civbaf.mil.bd) গিয়ে আবেদন ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।
আবেদন ফি
আবেদন ফি বাবদ প্রার্থীকে ১-২৬ নং পদের জন্য ১০০ টাকা এবং ২৭-৪৩ নং পদের জন্য ৫৬ টাকা প্রদান করতে হবে। এই টাকা টেলিটক সিম /মোবাইল ব্যাংকিং/ ডেবিট কার্ড সহ অন্যান্য মাধ্যমে প্রদান করা যাবে।
বাংলাদেশ বিমান বাহিনী অসামরিক পদে নিয়োগ ২০২২

Bangladesh air force civilian job circular 2022 pdf download link : https://joinairforce-civ.baf.mil.bd/job-circular
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24
স্যার
আমি চাকুরী করতে ইচ্ছুক। আমার পরিবারের অবস্থা বেশি একটা ভালো না। আমি পরিবারের বড় সন্তান আর দুই ভাই বোন আছে।
আমি ০৬/০১/২০২১ ইং তারিখে প্রকাশিত বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক লোক নিয়োগ-এ অফিস সহকারী পদে আবেদন করেছিলাম কিন্তু আমার মোবাইল চুরি হওয়াতে প্রবেশ পত্র প্রিন্ট করতে পারছিনা। এখন আমার কি করা উচিৎ।