বিশ্ব র্যাংকিংয়ে প্রথম ২০০০-এ নেই বাংলাদেশি বিশ্ববিদ্যালয়। এমনকি এশিয়ার প্রথম ৭০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও জায়গা করতে পারেনি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়।
তবে বিশ্ব র্যাংকিংয়ে ২১০৬ তম অবস্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২৪৬২-এ।
এই দুই বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলেরা মধ্যে সেরা দশের মধ্যে আছে- ব্র্যাক বিশ্ববিদ্যালয় (৩০৮৬ তম); রাজশাহী বিশ্ববিদ্যালয় (৩৩৭৬); জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৩৪৯৪); শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (৩৭১১); জাতীয় বিশ্ববিদ্যালয় (৩৭১৭); খুলনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (৩৯৬৪); ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (৪১০২) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৪৪৭৯)।
গত ৩১ জুলাই মাসে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং প্রকাশিত হয়। বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকার প্রথম দিকে বেশিরভাগই যুক্তরাষ্ট্রের।
বিশ্ব তালিকায় ১ নম্বরে অাছে হার্ভার্ড ইউনিভার্সিটি। ২ নম্বরে ম্যাসাচ্যুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। ৩য় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড ১৩ নম্বরে, আর ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ ১৪।
বিশ্ব র্যাংকিংয়ে প্রথম ২০০০-এ নেই বাংলাদেশি বিশ্ববিদ্যালয়
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review