জেনে রাখুন

বিসিএস ক্যাডার তালিকা, যোগ্যতা ও বেতন

বিসিএস ক্যাডার তালিকা, যোগ্যতা ও বেতন : বাংলাদেশ সিভিল সার্ভিস-এর সংক্ষিপ্ত রুপই হলো- বিসিএস। বিসিএস-এ ১৫টি সাধারণ ক্যাডার ও ১৩টি পেশাগত/কারিগরি ক্যাডার রয়েছে।

 

বিসিএস ক্যাডার ধরন কয়টি?

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার কতটি বা বি সি এস ক্যাডার কয়টি? বিসিএস ক্যাডার সাধারণত তিন ধরনের হয়:

  • ১. সাধারণ ক্যাডার
  • ২. শিক্ষা ক্যাডার
  • ৩. টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার

 

সাধারণ ক্যাডার (General cadre) তালিকা

  • বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)

 

কারিগরি ক্যাডার (Technical cadre) / পেশাগত ক্যাডার (Professional cadre) তালিকা

  • বাংলাদেশ সিভিল সার্ভিস (সড়ক ও জনপথ)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (গণপূর্ত)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (জনস্বাস্থ্য প্রকৌশল)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (বন)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে প্রকৌশল)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রাণিসম্পদ)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিসংখ্যান, গবেষণা কর্মকর্তা)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (কারিগরী শিক্ষা)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস(কৃষি)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা)

 

বিসিএস ক্যাডার তালিকা (BCS cadre list)

ক্রমিক

ক্যাডারের নাম

ক্যাডারের ধরণ

০১

বিসিএস প্রশাসন

BCS Administration Cadre

সাধারণ ক্যাডার

০২

বিসিএস কৃষি

BCS Agriculature Cadre

কারিগরি / পেশাগত ক্যাডার

০৩

বিসিএস আনসার

BCS Ansar Cadre

সাধারণ ক্যাডার

০৪

বিসিএস নিরীক্ষা ও হিসাব

BCS Audit & Accounts Cadre

সাধারণ ক্যাডার

০৫

বিসিএস সমবায়

BCS Cooperative Cadre

সাধারণ ক্যাডার

০৬

বিসিএস শুল্ক ও আবগারি

BCS Customs & Excise Cadre

সাধারণ ক্যাডার

০৭

বিসিএস পরিবার পরিকল্পনা

BCS Family Planning Cadre

সাধারণ ক্যাডার

০৮

বিসিএস মৎস্য

BCS Fisheries Cadre

কারিগরি / পেশাগত ক্যাডার

০৯

বিসিএস খাদ্য

BCS Food Cadre

সাধারণ এবং কারিগরি / পেশাগত ক্যাডার

১০

বিসিএস পররাষ্ট্র

BCS Foreign Affairs Cadre

সাধারণ ক্যাডার

১১

বিসিএস বন

BCS Forest Cadre

কারিগরি / পেশাগত ক্যাডার

১২

বিসিএস সাধারণ শিক্ষা

BCS General Education Cadre

কারিগরি / পেশাগত ক্যাডার

১৩

বিসিএস স্বাস্থ্য

BCS Health Cadre

কারিগরি / পেশাগত ক্যাডার

১৪

বিসিএস তথ্য

BCS Information Cadre

সাধারণ এবং কারিগরি / পেশাগত ক্যাডার

১৫

বিসিএস পশু সম্পদ

BCS Livestock Cadre

সাধারণ এবং কারিগরি / পেশাগত ক্যাডার

১৬

বিসিএস পুলিশ

BCS Police Cadre

সাধারণ ক্যাডার

১৭

বিসিএস ডাক

BCS Postal Cadre

সাধারণ ক্যাডার

১৮

বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল

BCS Public Health Engineering Cadre

কারিগরি / পেশাগত ক্যাডার

১৯

বিসিএস গণপূর্ত

BCS Public Works Cadre

কারিগরি / পেশাগত ক্যাডার

২০

বিসিএস রেলওয়ে প্রকৌশল

BCS Railway Engineering Cadre

কারিগরি / পেশাগত ক্যাডার

২১

বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক

BCS Railway Transportation & Trade Cadre

সাধারণ এবং কারিগরি / পেশাগত ক্যাডার

২২

বিসিএস সড়ক ও জনপথ

BCS Road & Highway Cadre

কারিগরি / পেশাগত ক্যাডার

২৩

বিসিএস পরিসংখ্যান

BCS Statistical Cadre

কারিগরি / পেশাগত ক্যাডার

২৪

বিসিএস কর

BCS Tax Cadre

সাধারণ ক্যাডার

২৫

বিসিএস কারিগরি শিক্ষা

BCS Technical Education Cadre

কারিগরি/পেশাগত ক্যাডার

২৬

বিসিএস বাণিজ্য

BCS Trade Cadre

সাধারণ এবং কারিগরি / পেশাগত ক্যাডার

 

 

বিসিএস ক্যাডার হতে কী কী যোগ্যতা লাগে?

বিসিএস ক্যাডার হতে হলে আপনাকে অবশ্যই বিসিএস পরীক্ষার সমস্ত ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হতে হবে। বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা মূলতঃ বিসিএস পরীক্ষা দেয়ার যোগ্যতা গুলোই। বিসিএস ক্যাডার হতে হলে আপনাকে প্রথমে প্রাথমিক যোগ্যতা অর্থাৎ শিক্ষা, বয়স, নাগরিকত্ব এই তিন যোগ্যতা পূরণ করতে হবে।

  • শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স অথবা মাস্টার্স ডিগ্রী অথবা তার সমমান ডিগ্রি থাকতে হবে।
  • বয়সঃ ২১ থেকে ৩০ বছর।
  • নাগরিকত্বঃ বাংলাদেশী নাগরিক হতে হবে।

 

বিসিএস ক্যাডারের বেতন কত?

একজন বিসিএস ক্যাডার (BCS Cadre) এর বেতন নির্দিষ্ট নয়। বেতন নির্ভর করে তাদের পদের উপর। অর্থাৎ যে যেই পদে কর্মরত থাকে তার বেতন সেই পদ অনুযায়ী ধার্য করা হয়। আবার, নতুন বিসিএস ক্যাডারের বেতন এবং কয়েক বছর চাকরী করে প্রমোশন পাওয়া বিসিএস ক্যাডারের বেতন ভিন্ন।

একজন বিসিএস ক্যাডার চাকরির শুরুতে ৯ম গ্রেডে নিয়োগ প্রাপ্ত হন। ৯ম গ্রেডের বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা। চাকরিতে প্রবেশের সময়ে একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পেয়ে মুল বেতন দাঁড়ায় ২৩,১০০/- টাকা ।

৯ম গ্রেডের বেতন :

  • অর্থনৈতিক কোড – ৩১১১৩০১ মুল বেতনঃ ২৩,১০০ /- টাকা।
  • অর্থনৈতিক কোড – ৩১১১৩১০ বাড়িভাড়া ভাতাঃ ১৩,৮৬০/- টাকা।
  • ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য ৬০% ও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট,  বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য ৫০% এবং অন্যান্য স্থানের জন্য ৪৫%।
  • অর্থনৈতিক কোড – ৩১১১৩১১ মেডিকেল ভাতাঃ ১৫০০/- টাকা।
  • অর্থনৈতিক কোড – ৩১১১৩০৬ শিক্ষা ভাতাঃ ১০০০/- টাকা ( দুই সন্তানের জন্য।

মোট বেতন ভাতাদি= (২৩,১০০ + ১৩,৮৬০ + ১৫০০) = ৩৮,৪৬০ টাকা।

 

আরো পড়ুন : ৪৬তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

5/5 - (3 votes)

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button