বুয়েট উপ-উপাচার্যকে অপসারণ

অবশেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ উপাচার্যকে অপসারণ করে প্রজ্ঞাপন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়,  ‘রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাপক হাবিবুর রহামনকে উপ-উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।’ প্রজ্ঞাপনের একটি অংশে বলা হয়, অব্যাহতি পাওয়ার পর তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক পদে প্রত্যাবর্তন করবেন। উপ-উপাচার্যকে প্রত্যাহারের মাধ্যমে বুয়েট শিক্ষক ও শিক্ষার্থীদেরকে দেওয়া সরকারের একটি প্রতিশ্রুতি পূরণ হলো বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।