বুয়েট: ক্লাস বর্জন, গেইটে তালা
হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে শনিবার সকালে ক্লাস বর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। বুয়েটের প্রধান গেইটেও তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, বুয়েট শাখা ছাত্রলীগের নেতা আরিফ রায়হানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারসহ কয়েকটি দাবিতে ক্লাস বর্জন ও তালা ঝুলিয়ে দেয়া হয়। কর্মকর্তা-কর্মচারীদের ওই সময় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
উল্লেখ্য, মঙ্গলবার বুয়েটের নজরুল ইসলাম হলের কক্ষে ঢুকে আরিফ রায়হানকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। আরিফ স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন। এ ঘটনায় পুলিশ নজরুল ইসলাম হলের দারোয়ান জাকির হোসেনকে আটক করেছে।