বৃত্ত ভরাট যুক্ত উত্তরপত্রের নমুনা
এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের নৈর্বক্তিক পরীক্ষার উত্তরপত্রের নির্ধারিত ফরমে বৃত্ত ভরাট করতে হয়। ফাইনালে রচনামূলক পরীক্ষার উত্তরপত্রেও বৃত্ত ভরাটের ফরম আছে। এবার অনুষ্ঠিতব্য জেএসসি পরীক্ষার্থীদেরও একই আদলে বৃত্ত ভরাট করতে হবে। অনেক শিক্ষার্থীরই এ ব্যাপারে ধারণা নেই। তাই ‘বৃত্ত ভরাট’ যুক্ত উত্তরপত্রের একটি নমুনা (sample) কপি নিচে দেওয়া হলো-